মাশরাফি নেই প্রায় সাড়ে ৫ বছর; সেই ২০১৭ সালের এপ্রিল থেকে। তামিমও ২০২০ সালের মার্চ থেকে।এই জিম্বাবুয়ের মাটিতেই জাতীয় দলের জার্সি গায়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে আবার ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরও নিয়ে ফেলেছেন দেশের এক নম্বর ওপেনার।
টানা ক্রিকেটীয় ব্যস্ততায় ভ্রমণ আর মাঠের লড়াইয়ে সময় চলে যাচ্ছে বাংলাদেশ দলের। পর্যাপ্ত বিশ্রাম আর অনুশীলনের সুযোগ মিলছে না। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে উইন্ডিজে উড়ে যায় টাইগাররা।
সফরের ঠাসা সূচি আর বিমানের টিকিট জটিলতায় অনুশীলনের খুব বেশি সুযোগ মেলেনি। একই দশা এবারের জিম্বাবুয়ে সফরেও। জিম্বাবুয়ে সফরে সমান ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে মাঠের লড়াই শুরু হবে। যেখানে প্রথম টি-টোয়েন্টি আগামী ৩০ জুলাই। এই সিরিজে অংশ নিতে কুড়ি ওভারের ফরম্যাটের দলের বহর হয়েছে দুটি।
নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ আর মুনিম শাহরিয়ারকে নিয়ে প্রথম বহর ঢাকা ছাড়ে ২৬ জুলাই। যেখানে দুবাই থেকে এই বহরে দেন আফিফ হোসেন।বাকিদের নিয়ে দ্বিতীয় বহর রওয়ানা হয় আজ ২৭ জুলাই।
বাংলাদেশ সময় সন্ধ্যায় অবশ্য তারা পৌঁছে গেছেন। সেখানে মূল ম্যাচে মাঠে নামার আগে নুরুল হাসান সোহানরা সাকুল্য দুই সেশন অনুশীলনের সুযোগ পাবেন। তার আগে আজ বুধবার প্রথম বহরে যাওয়ার ৪ ক্রিকেটার ম্যাচ অনুশীলনের অতৃপ্তি নিয়ে জিম সেশন শুরু করেছেন।
হারারের ক্রেস্টা লজের একটি অস্থায়ী জিমে বিসিবির ফিজিও মুজাদ্দেদ সানির সঙ্গে জিম করেছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার। আগামীকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি দলের নেট অনুশীলনের কথা আছে।
তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে দুই সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ দল। জার কারণে হয়তো বা কিছুটা হলেও পিছিয়ে থাকবে বাংলাদেশ দল।